Read Time:1 Minute, 5 Second
আজই মুক্তি পাচ্ছে 'ক্লাস অব ৮৩' । 'বার্ড অফ ব্লাড' এবং 'বেতাল' নামক দুটি ওয়েব সিরিজের পরে,প্রযোজক হিসাবে শাহরুখ খান তার তৃতীয় নেটফ্লিক্স ভেনচার, 'ক্লাস অব ৮৩'নামক একটি সিনেমা নিয়ে ফিরেছেন। অতুল সবরওয়াল পরিচালিত এই ছবি একজন খাঁটি ও সৎ পুলিশ অফিসার বিজয় সিং সম্পর্কে, যে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ববি দেওলকে । এই বিজয় সিং পুলিশ একাডেমিতে আসেন শাস্তি পেয়ে। তাঁর এই করুণ অতীত দ্বারা জর্জরিত হয়ে তিনি কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন । এই নিয়েই সিনেমা । ববি দেওয়ালের সেরকম ভালো ছবি ইদানিং চোখে পড়েনি দর্শকের । এই নতুন চরিত্রে অভিনয় এবং সম্পূর্ণ ছবিটি কতটা মানুষের মন জয় করতে পারে সেটাই দেখার বিষয় ।

