পেটে তীব্র যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি করা হল ন্যাশনাল কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ারকে। মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে গেছে তাঁর গলব্লাডার জনিত সমস্যা রয়েছে। ইতিমধ্যেই নবাব মল্লিক তাঁর একটি টুইটের মাধ্যমে শরদ পাওয়ারের হাসপাতলে ভর্তি হওয়ার খবর দিয়েছেন।তিনি জানিয়েছেন যে, “আমাদের দলনেতা শরদ পাওয়ার সাহেব গতকাল সন্ধেবেলা পেটে অস্বস্তি অনুভব করেন৷ তড়িঘড়ি তাঁকে ব্রিচক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে প্রথমিক চিকিৎসার পর জানা গিয়েছে তাঁর গলব্লাডারে সমস্যা রয়েছে” ।

বুধবার তাঁর অস্ত্রোপচার হবে বলে জানানো হয়েছে৷ রক্ত জনিত সমস্যার জন্য নিয়মিত ঔষধ খান তিনি। শারীরিক অসুস্থতার জন্য আগামী কয়েক দিনের কর্মসূচি বাতিল হতে চলেছে বলেই জানানো হয়েছে। সব ঠিক থাকলে নন্দীগ্রামে ভোটের আগেই বাংলায় আসছিলেন তিনি টানা তিন ‘দিনের কর্মসূচি নিয়ে বাংলায় আসার কথা ছিল তাঁর। তবে আপাতত শারীরিক অসুস্থতার কারণেই বাতিল করা হয়েছে সমস্ত কর্মসূচি।