উন্নয়নমূলক কাজের রুপরেখা নির্মাণে বৈঠক করলেন শতাব্দী রায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 51 Second

ক্ষমতায় এসে সরকার গঠনের পর এবার করোনা মোকাবেলা এবং বাংলার বর্তমান পরিস্থিতির উন্নয়ন মূলক কাজের জন্য বৈঠক করলেন শতাব্দি রায়। জানা যাচ্ছে রাজ্যের করোনার এই কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়েও কথা হয় আজকের বৈঠকে ।এছাড়াও করোনার আগত সম্ভাব্য তৃতীয় ঢেউ আটকে দেওয়া যায় ,সে বিষয়েই নজর দিতে আজকের এই বৈঠক করেন তিনি। শুধু তাই নয় করোনা মোকাবেলার পাশাপাশি কিভাবে এলাকার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সাংসদ হিসাবে সহযোগিতা করা যায় এই নিয়েই শনিবার সিউড়ি ২ নম্বর ব্লকের কমিউনিটি হলে বৈঠক করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দি রায়।

জানা যাচ্ছে আজকের এই বৈঠকে ব্লক আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা মাত্রই বিভিন্ন রকম ভাবে প্রয়োজনীয় কর্মসূচিতে কাজ করার চেষ্টা করছেন তৃণমূলের সাংসদেরা। ঠিক তেমনি আজকের এই বৈঠকের মাধ্যমে আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচির একটি রূপরেখা নির্মাণ করার হয়েছে বলেই জানা যাচ্ছে। আগামী দিনে এই পথেই উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনার জেরে পিছিয়ে গেল ভারত-শ্রীলংকার সিরিজ । এম ভারত নিউজ

ক্রিকেটপ্রেমী দর্শকদের অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন। করোনার জেরে পিছিয়ে দেওয়া হয়েছে ভারত শ্রীলঙ্কা সিরিজের দিনগুলি। তবে এই খবর সামনে আসার পর থেকেই সমস্ত ক্রিকেটপ্রেমী দর্শকেরা মুখিয়ে ছিলেন পিছিয়ে যাওয়া তারিখের তালিকা জানার জন্য। ভারতের দুটি দল দুই দেশে খেলতে ব্যস্ত। তারমধ্যে শ্রীলংকার সঙ্গে ভারতের এই সিরিজটি ভারতের জন্য […]
sports_90

Subscribe US Now

error: Content Protected