ক্ষমতায় এসে সরকার গঠনের পর এবার করোনা মোকাবেলা এবং বাংলার বর্তমান পরিস্থিতির উন্নয়ন মূলক কাজের জন্য বৈঠক করলেন শতাব্দি রায়। জানা যাচ্ছে রাজ্যের করোনার এই কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় সে বিষয়েও কথা হয় আজকের বৈঠকে ।এছাড়াও করোনার আগত সম্ভাব্য তৃতীয় ঢেউ আটকে দেওয়া যায় ,সে বিষয়েই নজর দিতে আজকের এই বৈঠক করেন তিনি। শুধু তাই নয় করোনা মোকাবেলার পাশাপাশি কিভাবে এলাকার উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সাংসদ হিসাবে সহযোগিতা করা যায় এই নিয়েই শনিবার সিউড়ি ২ নম্বর ব্লকের কমিউনিটি হলে বৈঠক করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দি রায়।
জানা যাচ্ছে আজকের এই বৈঠকে ব্লক আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করা মাত্রই বিভিন্ন রকম ভাবে প্রয়োজনীয় কর্মসূচিতে কাজ করার চেষ্টা করছেন তৃণমূলের সাংসদেরা। ঠিক তেমনি আজকের এই বৈঠকের মাধ্যমে আগামী দিনের উন্নয়নমূলক কর্মসূচির একটি রূপরেখা নির্মাণ করার হয়েছে বলেই জানা যাচ্ছে। আগামী দিনে এই পথেই উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে ।