নেপালের নয়া প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা। আজ নেপালের কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা পঞ্চমবারের মতো সে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন বলে গণমাধ্যমের জানানো হয়েছে হয়েছে। রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী তাঁকে সংবিধানের ৭৬(৫) অনুচ্ছেদ অনুসারে নিয়োগ করেছেন । নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর বয়স ৭৪ বছর । সাংবিধানিক বিধি মোতাবেক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের আগামী ৩০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নির্বাচনে জয়লাভ করতে হবে ।

সোমবার সুপ্রিম কোর্ট প্রদত্ত প্রধানমন্ত্রীর নিয়োগ সংক্রান্ত রায়ের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ কেপি শর্মা অলির পরিবর্তে নেপালের নয়া প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কার্যালয় দেউবাকে তাঁর নিয়োগের বিষয়ে অবহিত করেছে। শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি কারণ ,এর প্রস্তুতির জন্য প্রচেষ্টা চলছে।