ছয় বছর পর দলে প্রত্যাবর্তন শিখা মিত্রের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 52 Second

ছয় বছর পর ‘ঘর ওয়াপসি’। ফের তৃণমূলে ফিরলেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা তৃণমূল সাংসদ সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। দলে ফিরে তার দাবি, সামান্য মনোমালিন্যের কারণে কোনো দিনই দল ছাড়েননি তিনি। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় ও চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা গ্রহণের মাধ্যমে রবিবার দলে প্রত্যাবর্তন করলেন তিনি।যোগদান অনুষ্ঠানের শেষে শিখা মিত্রের বক্তব্য,”কাজ করতে গেলে কখনও কখনও বিরোধিতা হয়। এটা স্বাভাবিক। কখনওই তৃণমূল ছাড়িনি, মনোমালিন্য হয়েছিল শুধু।” বঙ্গ জননী বাহিনীর দায়িত্বও তার হাতে তুলে দেওয়া হয়েছে।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েই দলে ফিরে এসেছেন তিনি। তার হাত ধরেই রবিবার কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন শুভ্রা ঘোষ ও অমিত ঘোষ।বিধানসভা ভোটের ঠিক আগেই শিখা মিত্রের বিজেপিতে যোগদান বিষয়ে জল্পনার সৃষ্টি হয়। তড়িঘড়ি চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের প্রার্থী রূপে শিখার নামও ঘোষণা করে দেয় গেরুয়া শিবির। কিন্তু পরবর্তীকালে শিখা অভিযোগ জানান, বিজেপি তাকে না জানিয়েই প্রার্থী তালিকায় নাম ঢুকিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নাম না করেই পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের । এম ভারত নিউজ

দেশের নিরাপত্তার সাথে কোনরকম আপস নয়,একথাই এবার স্পষ্ট জানিয়ে দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। রবিবার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানেই তিনি নাম না করে পাকিস্তানকে নিশানা করে বলেন,প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত। বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতিতে এই […]
politics

Subscribe US Now

error: Content Protected