করোনা আক্রান্ত অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার। যদিও অভিনেত্রীর টেস্টের ফলাফল নেগেটিভ। এদিন স্যোশাল মিডিয়ায় এইকথা নিজেই জানান শিল্পা।
ট্যুইট করে শিল্পা লেখেন “গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর শাশুড়ি, সমিশা, বিয়ান, আমার মা এবং স্বামী রাজ করোনায় আক্রান্ত। তাঁরা প্রত্যেকেই নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে। বাড়ির কর্মচারীদের মধ্যে দু’জন করোনা আক্রান্ত। তাঁদেরও চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপায় এখন সকলেই অনেকটা ভাল আছেন। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রোটোকল অনুযায়ী সমস্ত সুরক্ষাবিধি মানা হয়েছে। বৃহৎমুম্বই পুরনিগম ও তার আধিকারিকরা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়েছেন এবং সাহায্য করেছেন। এর জন্য কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ।”
গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪লক্ষ ১২ হাজার ২৬২জন।মুম্বাইতে আবারও বাড়ছে সংক্রমণের সংখ্যা। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৭হাজার মানুষ। এর আগে অক্ষয় কুমার, আলিয়া ভাট, রণবীর কাপুরের মতন একাধিক বলিউড সেলেব্রিটি আক্রান্ত হয়েছেন করোনায়। এবার শিল্পার পরিবার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এলো। এই মুহুর্তে নিজের সমস্ত শুটিং বন্ধ রেখেছেন শিল্পা, এমনটাই জানা যাচ্ছে।