শীতের শুরুতেই শিয়রে নিম্নচাপ! কি বলছেন আবহাওয়াবিদরা ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 22 Second

তাপমাত্রা নামছে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই হালকা হালকা শীত অনুভূত হতে শুরু করেছে রাত আর ভোরের দিকে। কিন্তু বেলা বাড়লেই তাপমাত্রার পারদ বাড়ছে চড়চড় করে। যখন বঙ্গবাসী জাঁকিয়ে ‘শীত পড়া’র আশা করছিল ঠিক তখনই আবহাওয়া দফতরের তরফে ফের নিম্নচাপের সংবাদ মিললো ।

আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং তারপর তামিলনাড়ু উপকূলের দিকে প্রবেশ করলে এই রাজ্যে সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে । সেই কারণেই আগামী সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে ।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে, দক্ষিণবঙ্গে সকালের দিকে শীতের আমেজ আরও বাড়বে।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে। এর পাশাপাশি জানা গিয়েছে যে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকায় অনুভূত হবে শীতের আমেজ। এছাড়াও খুব সকালের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও পড়বে। আগামী বেশ কয়েকদিন এরকম পরিস্থিতি থাকবে বলেই অভিমত আবহাওয়াবিদদের ।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। আপাতত সেখানকার আবহাওয়া থাকবে শুষ্ক ও শীতল । কলকাতাতেও আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মাদক কান্ডে আরিয়ানকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য ! কি বলছেন মহারাষ্ট্রের মন্ত্রী ? । এম ভারত নিউজ

গ্রেফতার নয়, বরং শাখরুখপুত্র আরিয়ানকে অপহরণের উদ্দেশ্য ছিল বলেই বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। মুম্বাইয়ের ক্রুজ় থেকে মাদক পাচার কান্ডে আরিয়ানের গ্রেফতার এবং তার পাশাপাশি মাদক চক্রের খোঁজে তল্লাশির ঘটনাটিকে “অপহরণ ও মুক্তিপণে”র ঘটনা বলে দাবি করলেন নবাব মালিক। সূত্রের খবর, শনিবারই বিজেপি নেতা মোহিত […]

Subscribe US Now

error: Content Protected