দাদা-বোনের সম্পর্কে চিড় ধরেছে অনেক আগেই । এবার সম্ভবত সেই সম্পর্ক একেবারেই শেষ হতে চলেছে । শিশির দা সম্বোধনে বোন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বহুদিন রয়েছেন তৃণমূলের সাংসদ শিশির অধিকারী । তবে ছেলে শুভেন্দুর বিজেপিতে জোগ দেওয়ার পর থেকেই তাঁকে অবহেলা করা হয়েছে, গালাগাল দেওয়া হয়েছে বাপ-ঠাকুরদা-চোদ্দ পুরুষ তুলে এমনটাই অভিযোগ শিশিরবাবুর । তাই এবার দল বদলের পথেই বোধহয় হাঁটতে চলেছেন তিনি । মোদীর আগামী সভায় উপস্থিত থাকার কথা এবার স্পষ্ট করলেন শিশিরবাবু নিজে । এর আগে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় যখন তাঁর বাড়িতে গিয়ে তাঁকে এই সভায় আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন তখন তিনি নিজে মুখে স্পষ্ট করে কিছু না জানালেও এবার তিনি বললেন, ‘ছেলে বললে নিশ্চয় যাব। আমাকে সুযোগ দিলে না যাওয়ার তো কিছু নেই।’ অন্যদিকে ছেলে শুভেন্দু অধিকারী চন্ডীপুরের সভা থেকে পরিষ্কার জানিয়ে দিলেন, ‘শিশির বাবু প্রধানমন্ত্রীর সভায় থাকবেন।’ অর্থাৎ, সমস্ত জল্পনার অবসান । গোটা অধিকারী পরিবারই বিজেপির ছত্র ছায়ায় আসতে চলেছে তা কিছুতা হলেও স্পষ্ট । তাঁর সাংসদ পদ নিয়ে প্রশ্ন উঠলে প্রশ্নের জবাবে শিশিরবাবু বলেন, ‘যে দিন থেকে শুভেন্দু বিজেপিতে গিয়েছে, সেই সময় থেকেই আমার গালাগালি করা হয়েছে। মীরজাফর, বেইমান বলা হচ্ছে! জানি না, আমরা কার খেয়েছি, কার ভোগ করেছি। যে যাই বলুক, মেদিনীপুরের লোক জানে আমরা ভোগী না ত্যাগী।’ এবার তবে শুধু মোদীর সভায় অধিকারী পরিবারকে একসঙ্গে দেখার অপেক্ষা ।
মোদীর সভায় শিশির, জল্পনার অবসান । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 23 Second