0
0
Read Time:50 Second
আইপিএল ২০২০ জন্য সম্ভবত প্রথম দল হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবেন ধোনিরা ৷ শুক্রবারই চার্টাড বিমানে করে ধোনি, সুরেশ রায়না, কেদার যাদব, পীযুষ চাওলা, দীপক চাহার, করণ শর্মা, মনু কুমার প্রমুখ পৌঁছলেন চেন্নাই ৷ সপ্তাহখানেক কন্ডিশনিং ক্যাম্প চালাবেন ধোনিবাহিনী ৷ তবে সংযুক্ত আরব আমিরশাহীতে রওনা দেওয়ার আগে COVID-19 টেস্ট করতে হবে প্রত্যেক ক্রিকেটারকে ৷ সম্ভবত ২১ অগস্ট দুবাইয়ের বিমানে ওঠার ৭২ ঘন্টা আগে ক্রিকেটারদের করোন পরীক্ষা হবে ৷