আজ থেকে গাইডলাইন মেনে খোলা হচ্ছে শপিং মলগুলি। সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসনগুলি। নিউটাউন জোনের ডিসি বিসব সরকার, এসিপি শ্রেয়া সরকার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও নিউ টাউন থানা কে সঙ্গে নিয়ে নিউ টাউন এলাকায় যে সমস্ত শপিংমলগুলো রয়েছে এই সমস্ত মল গুলিতে পরিদর্শন করেন। সরকারি নির্দেশিকা বা গাইড লাইন গুলো নির্দিষ্টভাবে পালন করা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় কথা বলেন মল কর্তৃপক্ষের সঙ্গে। নিউ টাউন জোনের ডি এস পি বিসব সরকার মল কতৃপক্ষকে জানায় ১০০ ভাগ ভ্যাক্সিনেশন যেন টার্গেট করা হয়।
পাশাপাশি মল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় তারাও যথেষ্ট খুশি দীর্ঘদিন পর মল খোলার নির্দেশিকা এসেছে। এক্সিস মলের জেনারেল ম্যানেজার সুব্রত রায় জানায় রিটেলার থেকে মলের সমস্ত কর্মচারী খুব খুশি যেহেতু অনেক মানুষেরই জীবিকা নির্ভর করে এর ওপর। মল কর্তৃপক্ষ তাদের তরফ থেকে যথাযথভাবে সমস্ত নির্দেশ পালন করবে এমনই জানান তারা।
মলে কেনাকাটি করতে আসা মানসী সেন জানান ‘ বহু দিন মল বন্ধ থাকায় আমার বিশেষ অসুবিধা হয়ে নি, যেহেতু সিনেমা দেখা বা মূল্যবান জিনিস কেনা আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে না। তবে এই সিদ্ধান্ততে আমি খুশি ও সমস্ত নিয়ম আমি পালন করবো। অন্য এক ক্রেতা মহুয়া প্রামানিকের মতে তার মত সাধারণ মানুষ খুব সমস্যায় পড়েছিলেন মল বন্ধ থাকায়, তবে তার মোতে আরও সমস্যার মধ্যে ছিলেন মলের কর্মচারিরা, তাই এই সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানায়।
মলের বাইরে সেই আগের ভিড় লক্ষ্য করা না গেলেও, ভেতরে মানুষজনের আনাগোনা হচ্ছে। মলে প্রবেশের আগের হচ্ছে থার্মাল চেকিং ও স্যানিটিজেশন।