আজ থেকে খুলছে শপিং মল, তৎপর প্রশাসন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

আজ থেকে গাইডলাইন মেনে খোলা হচ্ছে শপিং মলগুলি। সকাল থেকেই তৎপর পুলিশ প্রশাসনগুলি। নিউটাউন জোনের ডিসি বিসব সরকার, এসিপি শ্রেয়া সরকার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও নিউ টাউন থানা কে সঙ্গে নিয়ে নিউ টাউন এলাকায় যে সমস্ত শপিংমলগুলো রয়েছে এই সমস্ত মল গুলিতে পরিদর্শন করেন। সরকারি নির্দেশিকা বা গাইড লাইন গুলো নির্দিষ্টভাবে পালন করা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় কথা বলেন মল কর্তৃপক্ষের সঙ্গে। নিউ টাউন জোনের ডি এস পি বিসব সরকার মল কতৃপক্ষকে জানায় ১০০ ভাগ ভ্যাক্সিনেশন যেন টার্গেট করা হয়।

পাশাপাশি মল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় তারাও যথেষ্ট খুশি দীর্ঘদিন পর মল খোলার নির্দেশিকা এসেছে। এক্সিস মলের জেনারেল ম্যানেজার সুব্রত রায় জানায় রিটেলার থেকে মলের সমস্ত কর্মচারী খুব খুশি যেহেতু অনেক মানুষেরই জীবিকা নির্ভর করে এর ওপর। মল কর্তৃপক্ষ তাদের তরফ থেকে যথাযথভাবে সমস্ত নির্দেশ পালন করবে এমনই জানান তারা।

মলে কেনাকাটি করতে আসা মানসী সেন জানান ‘ বহু দিন মল বন্ধ থাকায় আমার বিশেষ অসুবিধা হয়ে নি, যেহেতু সিনেমা দেখা বা মূল্যবান জিনিস কেনা আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে না। তবে এই সিদ্ধান্ততে আমি খুশি ও সমস্ত নিয়ম আমি পালন করবো। অন্য এক ক্রেতা মহুয়া প্রামানিকের মতে তার মত সাধারণ মানুষ খুব সমস্যায় পড়েছিলেন মল বন্ধ থাকায়, তবে তার মোতে আরও সমস্যার মধ্যে ছিলেন মলের কর্মচারিরা, তাই এই সিদ্ধান্তকে তিনি সাধুবাদ জানায়।

মলের বাইরে সেই আগের ভিড় লক্ষ্য করা না গেলেও, ভেতরে মানুষজনের আনাগোনা হচ্ছে। মলে প্রবেশের আগের হচ্ছে থার্মাল চেকিং ও স্যানিটিজেশন।

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নেই টিকা কেনার অনুমতি, বরাতের টাকা ফেরত চাইল রাজ্য । এম ভারত নিউজ

রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেবে বলেই জানিয়েছিল রাজ্য। সেই মত টিকা প্রস্তুতকারক সংস্থাকে দেওয়াও হয়েছিল বরাত। কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র জানিয়ে দিয়েছে যে কেন্দ্র থেকেই টিকা পাবেন সমস্ত দেশবাসী। তাই এবার টিকা প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে বরাতের ৫ কোটি টিকার বরাতের টাকা ফেরত চাইল রাজ্য। এই মর্মে বুধবারই সংস্থাগুলিকে চিঠি দিয়েছে […]

Subscribe US Now

error: Content Protected