হাসপাতাল থেকে ছাড়া পেয়ে প্রেসিডেন্সি জেলে পৌছলেন শোভন চট্টোপাধ্যায় , কাগজের কার্যকলাপ শেষ করে গোলপার্কের ফ্ল্যাটে ফিরবেন আজ রাতেই। হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর পুলিশি তৎপরতায় নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখানেই সমস্ত পেপার ওয়ার্ক শেষ করে পুলিশের গাড়িতে পৌঁছে দেওয়া হবে গোলপার্কের ফ্ল্যাটে। জানা যাচ্ছে বেহালার বাড়িতে থাকবেন না তিনি মূলত গোলপার্কের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। এমনকি পরবর্তী শুনানি পর্যন্ত সেখানেই গৃহবন্দি অবস্থায় থাকবেন শোভন চট্টোপাধ্যায়।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাসপাতালের পরিষেবা সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন , “গতকাল থেকেই শোভনের ন্যূনতম চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে , অথচ ডিসচার্জের কথা বললেই শারীরিক অসুস্থতার অজুহাত দেখাচ্ছেন তাঁরা।” বৈশাখী বলেন ,”বাড়ি থেকে চিকিৎসার কথা বললে বলা হয় আগামীকাল ডিসচার্জ দেওয়া হবে তাঁকে। সেই সিদ্ধান্তই পরবর্তীতে বদলে বলা হয়, এই বিষয়ে বাকি সিদ্ধান্ত নেবেন জেলসুপার। ওদিকে প্রেসিডেন্সি জেল সুপারের তরফ থেকে জানানো হয়,হাসপাতাল থেকে কোনো রকম কোনো কাগজপত্র পাঠানো হয়নি তাঁর কাছে। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই মারা যান শোভন চট্টোপাধ্যায়ের দাদা আর সেই কারণে মানসিকভাবে বেশ কিছুটা বিপর্যস্ত প্রাক্তন মেয়র। যার ছাপ ফুটে উঠেছে তাঁর চেহারাতেও। হাসপাতাল এবং পুলিশের যৌথ অসচেতনতায় ক্ষুব্দ বৈশাখী।