Read Time:1 Minute, 16 Second
করোনা পজিটিভ রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আপাতত তাঁর মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রীর অ্যান্টিজেন টেস্ট করার পর প্রথম পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর আরটি-পিসিআর টেস্ট করা হয়। তাতেও রিপোর্ট পজিটিভ এসেছে।আপাতত বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। অন্যদিকে ভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রীর মা গায়েত্রীদেবী। তাঁকে বৃহস্পতিবার রাতেই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের সোনাচূড়ায় এক স্মরণসভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু। সেই সভায় বহু মানুষ উপস্থিত ছিলেন। এই কদিনে শুভেন্দু অধিকারীর সংস্পর্শে আসা সকলেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে অধিকারী পরিবারের তরফ থেকে।
