নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর:
আজ কারগিল বিজয় দিবস । আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে কারগিলের যুদ্ধে বীর সেনাদের অবদানকে সশ্রদ্ধ স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হচ্ছে। আজ এমনই এক প্রতিচ্ছবি ফুটে উঠল পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে। আজ সেখানে কারগিল বিজয় দিবস উদযাপন ও শহীদ পরিবারদেরকে সম্বর্ধনাজ্ঞাপন করতে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯৯ সালের ২৬ শে জুলাই, দীর্ঘ দু’মাস লড়াইয়ের পরে পাকিস্তানের বিরুদ্ধে কারগিলের মাটিতে জয়লাভ করেছিল ভারতীয় সেনারা। তারপর থেকে এদিকে কারগিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়।

শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পাশাপাশি তৎসহ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ। আজ অনুষ্ঠানের শেষ মুহূর্তে পৌঁছে মেদিনীপুর জেলার নন্দকুমারের বীর শহীদ প্রবীর সামন্তের শহীদ বেদীতে মাল্যদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহীদের পরিবারের প্রতি সমবেদনা ও সম্বর্ধনা জ্ঞাপন করেন। তবে আজ শেষ মুহূর্তে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সেরকম কোনো বক্তব্য না রেখেই চলে যান তিনি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়েও কোন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি জানান, আজ কারগিল বিজয় দিবসের দিনে কোনো রকম রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে রাজি নন তিনি।