মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আজ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে নাম লিখিয়েছেন মুকুল রায় এবং তাঁর ছেলে। বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর সময় বিজেপির হয়ে লড়েছিলেন তিনি। কৃষ্ণনগর উত্তর থেকে বিজেপির বিধায়ক পদ লাভ করেন তিনি। তবে দল পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সেই বিধায়ক পদ খারিজের দাবিতে উত্তাল হয়ে ওঠে বঙ্গ বিজেপি। আর আজ সেই দাবিতেই সুর চড়িয়ে বিধায়ক পদ খারিজের দাবিতে সোজাসুজি রাজ্যের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। যদিও প্রয়োজনের পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ ২০০ এর অধিক কেন্দ্রে জয়লাভের হুঁশিয়ারি দিয়েও ১০০এর গণ্ডি পার করতে পারেনি বিজেপি। আর তারপরই একাধিক বিধায়কের দলত্যাগের ফলে কমতে শুরু করেছে বিধায়কের সংখ্যা। বেশ কয়েকদিন আগেই দল ছেড়েছেন মুকুল রায় এবং শুভ্রাংশু রায়। আর তারপর থেকেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি করে চলেছে বিজেপি। আর আজ সেই দাবি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুকুল রায় কোনও প্রতিক্রিয়া জানাননি।