0
0
Read Time:1 Minute, 20 Second
আগেই ছেড়েছেন হলদিয়া ডেভলপমেন্ট অথিরিটি, এইচআরবিসি–র চেয়ারম্যান পদ এমনকি মন্ত্রিত্বও। বুধবার ছেড়েছেন বিধায়ক পদ, এবার দলের সদস্য পদ থেকেও ইস্তফা দিলেন নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী। দীর্ঘ ২২ বছরের সম্পর্ক ছিন্ন করলেন তিনি। এদিন শুভেন্দু তাঁর ইস্তফাপত্র সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েছেন।
মমতাকে পাঠানো চিঠিতে শুভেন্দু লিখেছেন, তিনি রাজনৈতিক দল থেকে সদস্যপদ ছাড়লেন। এই দলে তিনি দীর্ঘদিন মানুষের উপকার করতে পেরেছেন এবং তিনি তাঁর জীবনের অনেকটা সময় এই দলে কাটিয়েছেন, তার জন্য তিনি ধন্য। সেইসঙ্গে দ্রুত পদত্যাগ গ্রহণ করার অনুরোধ করেন শুভেন্দু। তবে দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি। উল্লেখযোগ্যভাবে এর আগে শুভেন্দু কোনও পদ থেকেই পদত্যাগ করার সময় কোনও কারণ দেখাননি।