Read Time:1 Minute, 8 Second
ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজ্যপাল জগদীপ ধনকড়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে শুভেন্দু লেখেন, ‘দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। পুলিশ-প্রশাসন রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে। আমার ঘনিষ্ঠদের বিরুদ্ধে ফৌজদারি মামলার হুমকি দেওয়া হচ্ছে। সাংবিধানিক প্রধান হিসেবে আপনার হস্তক্ষেপ চাইছি’।

এরপরই রাজ্যপাল শুভেন্দুর চিঠির ছবি-সহ একটি টুইট করেন। তাতে তিনি ‘ট্যাগ’ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। সেইসঙ্গে টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী আমার কাছে পুলিশি হয়রানি থেকে বাঁচতে হস্তক্ষেপ প্রার্থনা করেছেন’।