অসুস্থ হয়ে পড়েছেন স্বেচ্ছাসেবী।
করোনাভাইরাসের টিকার ট্রায়াল স্থগিত রাখল মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন। টিকার তৃতীয় ধাপের ট্রায়াল চালাচ্ছে সংস্থা। স্থগিত রাখা হচ্ছে তৃতীয় ধাপের ENSEMBLE ট্রায়ালও। পাশাপাশি জনসন অ্যান্ড জনসন জানায়, নির্দেশিকা মেনে ট্রায়ালে অংশগ্রহণকারীর অসুস্থতার কারণ খতিয়ে দেখা হয়েছে। গত মাসেই জনসন অ্যান্ড জনসন জানায়, তাদের করোনাভাইরাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারবে তাদের তৈরি টিকা। এরই মাঝে অসুস্থ হয়ে পড়েন এক স্বেচ্ছাসেবী।
গত মাসে সাময়িক বন্ধ থাকার পরে করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ডে তৈরি প্রস্তাবিত প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল ফের শুরু করে অ্যাস্ট্রাজেনেকা। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের করোনাভাইরাসের ভ্যাকসিন AZD1222 ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে ঘোষণা করেছে ব্রিটেনের নিয়ামক সংস্থা মেডিসিনস হেল্থ রেগুলেটরি অথরিটি। ট্রায়াল চালিয়ে যাওয়ার সবুজ পত্র দিয়েছে তারা। যার পরিপ্রেক্ষিতে ব্রিটেনে ফের AZD1222-এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে।