লিফট দেওয়ার নাম করে নার্সকে ধর্ষণের চেষ্টা ও মারধরের ঘটনার পর নার্সদের নিরাপত্তার দাবিতে মৌনমিছিল করলেন বাঁকুড়া জেলার খাতড়ার নার্স ও নারী শক্তি ক্লাবের মহিলা সদস্যরা। ডিউটি থেকে বাড়ি ফেরার পথে লিফট দেওয়ার নাম করে গাড়িতে তুলে এক নার্সকে ধর্ষণের চেষ্টা ও মারধরের ঘটনায় এবার বাঁকুড়ার খাতড়া এলাকার সমস্ত নার্সরা মৌনমিছিল করলেন। আজ নিজেদের নিরাপত্তার দাবিতে এবং দোষীদের শাস্তির দাবিতে তাঁরা রাস্তায় নামেন প্রতিবাদে। গত ২৮ জুলাই বাঁকুড়ার সিমলাপাল থানার অন্তর্গত একটি উপস্বাস্থ্য কেন্দ্রে নিজের ডিউটি সেরে স্থানীয় বাস স্টপেজে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত এক নার্স।
অভিযোগ সেই সময় একটি ছোট গাড়িতে লিফট দেওয়ার নাম করে সিমলাপাল থেকে খাতড়া যাওয়ার পথে ওই নার্সকে কাশিপুর জঙ্গলের মধ্যে একটি নির্জন রাস্তায় দুই যুবক ধর্ষণের চেষ্টা করে। বাধা দেওয়ার চেষ্টা করায় বেধড়ক মারধর করে অভিযুক্ত দুই যুবক। পরে কোনোক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে ওই নার্স প্রাণে বাঁচলেও এখনও তিনি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাস্পাতালে চিকিৎসাধীন। ঘটনার দিনই পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পরের দিন সকালে আদালতে তুললে বিচারক তাঁদের ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।এদিকে এই ঘটনার পর আজ বাঁকুড়ার খাতড়া ব্লকের নার্সদের নিরাপত্তা ও এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে মৌনমিছিল করলেন হাসপাতালে কর্মরত নার্সরা।পাশাপাশি এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে দেওয়া হয় স্মারকলিপি।