প্রত্যাশামতই অলিম্পিকে জয় দিয়েই অভিযান শুরু করলেন পদকের অন্যতম দাবিদার ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। মহিলাদের সিঙ্গলের প্রথম রাউন্ডের ম্যাচে রবিবার তিনি ২১-৯, ২১-৬ ব্যবধানে হারালেন মলদ্বীপের ফতিমাথ মাবাহাকে। ভারতীয় তারকা ম্যাচ জিততে আধ ঘন্টা সময় নেন। এ দিন শুরু থেকেই ফতিমাথকে চাপে রাখেন সিন্ধু।
ভারতীয় তারকার দুরন্ত স্ম্যাশের কোনও জবাব ছিল না ফতিমাথের কাছে। মাত্র ১৩ মিনিটের মধ্যেই ২১-৯ ব্যবধানে প্রথম গেমটি জিতে নেন সিন্ধু। সহজেই প্রথম গেমটি জিতে নেওয়ার পরে দ্বিতীয় গেমে আরও আক্রমনাত্মক হয়ে ওঠেন ভারতীয় তারকা। এই গেমের শুরুতেও লিড নেন সিন্ধু। মলদ্বীপের প্রতিপক্ষ ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ পাননি। এই গেমটি ১৪ মিনিটেই জিতে দ্বিতীয় রাউন্ডে নিজের জায়গা নিশ্চিত করেন সিন্ধু। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছেন এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা।
ম্যাচ জয়ের পরে সিন্ধু বলেন, “ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। ফতিমাথ লড়াই করার চেষ্টা করেছে। প্রতিযোগিতা যত এগোবে ততই কঠিন হবে। নিজেকে পরের রাউন্ডের জন্য প্রস্তুত করছি।”