চীনের হংকং একটি স্বশাসিত প্রদেশ। সম্প্রতি এখানকার গণতন্ত্রকামী ও বিদ্রোহী গায়ক হিসেবে পরিচিত অ্যান্থনি ওয়ং কে গ্রেফতার করল চিনা পুলিশ। চিনা প্রশাসন এই গায়ক এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গ্রেপ্তার করেছেন তাঁকে।অ্যান্থনিকে গ্রেপ্তার করার পিছনে কারণ হিসেবে সরকারের দুর্নীতি দমন কমিশন একটি রিপোর্টে জানিয়েছে, ” ২০১৮ সালের আইন পরিষদের নির্বাচনে গণতন্ত্র পন্থী সমাজকর্মী রাজনীতিবিদ আউ নক হিনের হয়ে ভোটারদের প্রভাবিত করেছেন গায়ক অ্যান্থনি ওয়ং। আর তারপরে আউ নক হীনের হয়ে ভোট দেওয়ার আর্জি জানান তিনি। এমনটাই খবর রয়টার্সের। এক বিবৃতিতে কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে, ” নির্বাচনী মিছিলে দুটি গান গেয়েছিলেন ওয়ং।
তারপর আউ নক হিনের হয়ে ভোট দেওয়ার আর্জি জানিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন তিনি।” অভিযোগ প্রমাণিত হলে সাত বছরের জেল হতে পারে এই গায়কের তার পাশাপাশি ৬৪ হাজার মার্কিন ডলারের জরিমানাও করা হতে পারে তার ওপর।উল্লেখ্য ওই নির্বাচনে জয়ী হয়েছেন আউ নক হিন। কিন্তু বর্তমানে তার বিরুদ্ধেও নির্বাচনে আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছেন জেলা প্রশাসন। সব মিলিয়ে হংকংয়ের আইন সভায় গণতন্ত্রকে সদস্যদের একরকম কোণঠাসা করতেই বেজিংয়ের নির্দেশেই এই ধরনের মিথ্যা মামলা করা হচ্ছে বলে অভিযোগ করছে হংকং।অন্যদিকে, হংকংয়ের চীনপন্থী ক্যারি লামের প্রশাসন দাবি করছে, স্বশাসিত প্রদেশকে অশান্ত করে তুলতে চাইছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। গজল সন্ন্যাসী চিরতরে বন্ধ রেখেছে হংকং এর শেষ স্বাধীন সংবাদপত্র ‘Apple Daily’। সংবাদপত্রটির কর্ণধার বর্তমানে জেলে রয়েছেন একাধিক মামলা করেছে তার বিরুদ্ধে পুলিশ সবমিলিয়ে বিশেষ মর্যাদা কেড়ে নিতে ক্রমশ মরিয়া হয়ে উঠছে বেজিং।