প্রথম ম্যাচেই সিক্সার, বধূ নির্যাতনের মামলায় জামিন পেলেন ভারতীয় ক্রিকেটার। এম ভারত নিউজ

admin

এই সময়ের মধ্যে তিনি জামিনের আবেদন করতে পারবেন

0 0
Read Time:3 Minute, 25 Second

জামিন পেলেন ভারতীয় ক্রিকেটার শামি। বধূ নির্যাতনের মামলায় অভিযুক্ত এই ক্রিকেটার আজ প্রথমবার আদালতে হাজিরা দেন। আর প্রথম ম্যাচেই হাঁকালেন ছক্কা। জামিনের আর্জি করলে বিচারক তা মঞ্জুর করেন। আদালতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর দাদা হাসিমও। শামির আইনজীবী সেলিম রহমান জানিয়েছেন, ‘‘শামি ও তাঁর দাদা হাসিম আদালতে হাজিরা দিয়েছিলেন। ওঁরা জামিনের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।’’ এর আগে উপযুক্ত প্রমাণ না মেলায় আলিপুর অতিরিক্ত দায়রা বিচারপতি জানিয়েছিলেন, শামিকে হাজিরা দিতে হবে না তবে আগামী ৩০ দিনের মধ্যে এই মামলার পরবর্তী বিচারপ্রক্রিয়ার জন্য ভারতীয় ক্রিকেটারকে ট্রায়াল কোর্টে আবেদন করতে হবে। এই সময়ের মধ্যে তিনি জামিনের আবেদন করতে পারবেন। আইন মোতাবেক শামির জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রায়াল কোর্ট। সেই কারণেই আজ আদালতে জামিনের আবেদন করেছিলেন শামি।

গত ২৩ অগস্ট আলিপুর অতিরিক্ত দায়রা বিচারক নির্দেশ দেন,হাসিনের অভিযোগের প্রেক্ষিতে শামিকে তলব করার পিছনে কোনও প্রয়োজনীয় কারণ খুঁজে পায়নি আদালত। তাই তাঁকে কোর্টে হাজিরা দিতে হবে না। তবে এই নির্দেশ মেনেই আদালতে হাজিরা দেন শামি। উল্লেখ্য, ২০১৮ সালে শামি এবং তাঁর দাদার বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ তুলে যাদবপুর থানায় এফআইআর করেন হাসিন। এরপরই শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আলিপুরের এসিজেএম কোর্ট। আলিপুর জেলা দায়রা আদালত ওই নির্দেশে স্থগিতাদেশ দেয়। এই অবস্থায় প্রায় চার বছর ধরে মামলাটি সেখানে বিচারাধীন রয়েছে। তারপরেই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। এরপর হাইকোর্টেও একই রায় পাওয়ার পর হাসিন সুপ্রিম কোর্টে যান। গত মাসে শীর্ষ আদালত জানায়, এক মাসের মধ্যে সব পক্ষের বক্তব্য শুনে দায়রা বিচারককে মামলাটির নিষ্পত্তি করতে হবে। সেই মতো জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে আলিপুর জেলা আদালতে মামলাটির শুনানি হয়। সেই মামলার শুনানিতেই শামিকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক। এরপরই বিশ্বকাপের আগেই আজ জামিন পেলেন ক্রিকেটার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উপাচার্য-অধ্যাপকদের বেতন দেবে সরাসরি রাজ্য সরকার, বড় ঘোষণা নবান্নে। এম ভারত নিউজ

তবে এখন সরাসরি ট্রেজারি থেকেই ঢুকবে বেতন

Subscribe US Now

error: Content Protected