জল্পনার অবসান। শাহের পাঠানো বিশেষ বিমানে করে দিল্লি উড়ে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীরা। কথা ছিল রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বিজেপিতে যোগদান করবেন তৃণমূলের একঝাঁক প্রথমসারির নেতৃত্ব। কিন্তু শেষ মুহূর্তে সভা বাতিল হয়ে যাওয়ায় তড়িঘড়ি শাহের পাঠানো বিমানে দিল্লি গেলেন রাজীবরা। এদিন তাঁদের সঙ্গে ছিলেন কয়েকদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা অভিনেতা রুদ্রনীল ঘোষও।

বিজেপিতে যোগদানের পর রাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসার কথা রয়েছে বলেই খবর রাজীবের ঘনিষ্ঠ মহলে। এদিকে, অমিত শাহ না আসলেও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হাওড়ার ডুমুরজলায় সভা হচ্ছে বলেই খবর বিজেপি সূত্রে। রবিবারের এই সভায় থাকছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। উপস্থিত থাকছে রাজীব বন্দোপাধ্যায়ও। ওইদিন হাওড়ার সভায় যোগদানের সম্ভবনা শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী ও রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের।