0
0
Read Time:39 Second
মাদক সহ গ্রেফতার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা আশিষ শর্মা চেন্নাইতে একটি কোম্পানিতে কাজ করতেন। গোয়া পুলিশ সূত্রে খবর, লকডাউন চলাকালীন তদন্ত নেমে NDPS অ্যাক্ট অনুযায়ী 60 গ্রাম মাদক উদ্ধার করে। যার পেছনে ওই ইঞ্জিনিয়ারের হাত রয়েছে। উদ্ধার হওয়া মাদকের বাজারদর বারো হাজার টাকা। ইতিমধ্যে অভিযুক্তের জামিনের আবেদন করা হয়েছে।