মমতাকে সামনে রেখেই জোট-বৈঠকের ডাক সোনিয়ার । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

লক্ষ্য লোকসভা নির্বাচন ২০২৪। ইতিমধ্যেই রাজ্যের অবিজেপি জোট গুলিকে একত্রিত করে, লড়াইয়ে নামতে চলেছেন মমতা- সোনিয়ারা। সদ্য শেষ হয়েছে বাদল অধিবেশন। এমনকি নির্দিষ্ট দিনের দুদিন আগেই শেষ করতে হয়েছে এই অধিবেশন। আর সেই অধিবেশন শেষ হতে না হতেই পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হল অবিজেপি দলগুলির তরফ থেকে। জানা যাচ্ছে আগামী ২০ আগস্ট, সমস্ত অবিজেপি রাজ্যগুলির, মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন সোনিয়া গান্ধী। করোনাকালীন কঠিন পরিস্থিতির মধ্যে বৈঠক হওয়ায় আপাতত ভার্চুয়ালি বৈঠক হতে চলেছে। খুব শীঘ্রই সমস্ত নেতাদের একত্রিত করে একটি মধ্যাহ্নভোজের বা নৈশভোজের আয়োজন করতে পারেন সোনিয়া।

ইতিমধ্যেই বৈঠকের আমন্ত্রণপত্র পেয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলের একটি অতি চর্চিত বিষয় হল রাজ্যের পরে কি তাহলে এবার কেন্দ্রের উদ্দেশ্যে মমতা! আর সেই জল্পনাকে সত্যি প্রমাণ করে দিয়ে ইতিমধ্যেই একটি বিরোধী দলের বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আগামী ২০ শে আগস্ট এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন-সহ আরও কয়েকজনক মুখ্যমন্ত্রী। মূলত আগামী দিনে ও বিজেপি দলগুলি ঠিক কী কর্মসূচি হওয়া উচিত , সেবিষয়ে আলোচনা হতে চলেছে, এই বৈঠকে। আর বাদল অধিবেশনের এই শেষ পর্বে এসে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিউড়িতে সামাজিক সচেতনতার পাঠ পড়ালেন এনসিসি ক্যাডেটরা । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা, বীরভূম : সামনেই স্বাধীনতা দিবস। আর তার আগেই গোটা সিউড়িবাসিকে সামাজিক সচেতনতার পাঠ পড়াতে এগিয়ে এলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি ক্যাডেটরা। মূলত স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বা দেশের জন্য নিজের আত্ম বলিদান দিয়েছেন এমন মনীষীদের মূর্তি দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হয়েছে। তবে বেশিরভাগ স্থানেই সেই মূর্তিগুলি পরিচর্যার […]

Subscribe US Now

error: Content Protected