নির্বাচনকে সামনে রেখে প্রদেশ নেতার প্রতি কঠোর সোনিয়া । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 38 Second

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন একেবারেই দরজায় কড়া নাড়ছে ৷ তার আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বৈঠকে বসলেন বিভিন্ন রাজ্যের দলের সমস্ত সাধারণ সম্পাদক, রাজ্যের ভারপ্রাপ্ত প্রধান ও প্রদেশ কংগ্রেস সভাপতিদের নিয়ে৷ সেই বৈঠকে সোনিয়ার অভিযোগ, দেশজুড়ে লাগাতার মিথ্যাচার করছে বিজেপি-আরএসএস ৷ তা আদর্শগতভাবে প্রতিহত করতে হবে৷ মঙ্গলবার দিল্লিতে প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্বকে এই নির্দেশ দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধী৷

তিনি বলেন, প্রায় প্রতিদিনই জাতীয় সমস্যাগুলির উপর গুরুত্বপূর্ণ এবং বিশদ বিবৃতি প্রকাশ করে এআইসিসি । কিন্তু তা পৌঁছয় না ব্লক ও জেলা স্তরের কংগ্রেস নেতা-কর্মীদের কাছে । এখন থেকে এই বিষয়কে অগ্রাধিকার দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি৷ তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, দেশের সংবিধান এবং কংগ্রেস পার্টির মতাদর্শকে রক্ষা করার লড়াই চালিয়ে যেতে হবে। তবেই মিথ্যা প্রচারকে শনাক্ত করা যাবে এবং প্রতিরোধ সম্পূর্ণরূপে হবে।

বৈঠকে কড়া ভাষায় সোনিয়া বলেন, ‘নীতিগত বিষয়ে বেশ কিছু রাজ্যস্তরের নেতাদের মধ্যে স্বচ্ছতা এবং সংহতির অভাব রয়েছে৷ যত তাড়াতাড়ি সম্ভব তা দূর করে বিজেপি-আরএসএসের ঘৃণ্য মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে৷ তবেই এই লড়াইয়ে সফল হওয়া সম্ভব৷এর পাশাপাশি তার কথায়, ইতিমধ্যে, প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি প্রতিটি মিথ্যাচার, জাতীয় ইস্যু নিয়ে লাগাতার মতামত, প্রচার চালাচ্ছে৷ কিন্তু তা বিভিন্ন রাজ্যের জেলাস্তর–ব্লক স্তরের নেতার কাছে পৌঁছোচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস । এম ভারত নিউজ

বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলেও বৃষ্টি যেন থেমেও থামতে চাইছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আবারও চোখ রাঙাচ্ছে সেই বঙ্গোপসাগরে তৈরী হওয়া নিম্নচাপ। যার জেরে আগামী কয়েক দিন রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব […]

You May Like

Subscribe US Now

error: Content Protected