বলিউড অভিনেতা সোনু সুদের অফিসে এবার হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকরা। এই নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে অভিনেতার ভক্তমহলে। সূত্রের খবর, বুধবার সকালে হঠাৎই সোনুর ৬টি অফিসে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। কি কারণে এই আচমকা হানা এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি সোনু যার জেরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এবার কি তাহলে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনো বিপাকে জড়াতে চলেছেন সোনু? এই প্রশ্নই উঠে আসছে বারবার।
গত মঙ্গলবারই সোনু সুদকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেন্টরশিপ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ঘোষণা করে দিল্লির সরকার। আম আদমি পার্টিতে যোগদান করতে পারেন সোনু এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু এবিষয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। আর তার ঠিক পরেই আয়কর দপ্তরের এই হানা যার জেরে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে বলিউডে।
গতবছর মহামারীর জেরে লকডাউনের সময় সোনু সুদের মানবিক রূপ দেখেছিল গোটা দুনিয়া। অক্লান্ত ভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাই ভালোবেসে সাধারণ মানুষ তাঁর নাম দেন ‘মসিহা’। এরপর থেকেই দেশের যেকোনো প্রান্তে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু হঠাৎ তাঁর আয়কর দপ্তরের হানার ঘটনায় উৎকণ্ঠায় ভুগছেন তাঁর ভক্তরা। কিন্তু কি কারণে এই হানা এবিষয়ে কোনো খবরই এখনও পর্যন্ত পাওয়া যায়নি।