Read Time:54 Second
করোনামুক্ত মল্লিক পরিবারের সকলেই। রবিবার একথা ট্যুইট করে জানিয়েছেন অভিনেত্রী নিজেই । ট্যুইটারে কোয়েল লিখেছেন, ‘এই সময় জুড়ে যেভাবে ভালবাসা, দায়িত্ববোধ, স্নেহ ও প্রার্থনা আমরা পেয়েছি, তার প্রত্যুত্তর ভাষায় দেওয়া যাবে না। আমরা সবাই পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি এবং আমাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’ কিছুদিন আগেও আমরা জানতে পেরেছিলাম বাড়ির কয়েকজনের রিপোর্ট নেগেতিভ এলেও সবাই করোনা মুক্ত হতে পারেননি । আজ এই সু-খবরে নিশ্চিতভাবে তাঁর ফ্যানেরা ভিষনই খুশি ।
