Read Time:1 Minute, 10 Second

সঙ্কটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। মস্তিষ্ক তেমনভাবে সাড়া দিচ্ছে না প্রবীণ অভিনেতার। আপাতত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ইনভেসিভ সাপোর্ট দেওয়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তবে তার আগে স্নায়ু বিশেষজ্ঞ এবং কিডনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। রবিবার সন্ধ্যার বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। গত ৪৮ ঘণ্টায় বর্ষীয়ান অভিনেতার মস্তিষ্কের অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। মস্তিষ্কের স্নায়ু সংক্রান্ত সমস্যাই এখন ক্রমশ জটিল আকার ধারন করছে। শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গিয়েছে। এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। প্রসঙ্গত কুড়ি দিন ধরে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।