
প্রথমে সামান্য বুকে ব্যথা, তারপর ব্ল্যাকআউট হয়ে যান মহারাজ । জানা গেছে নিজের বাড়িতেই ব্যায়াম করতে করতে হঠাৎ করেই প্রথমে পিঠে এবং পরে বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন BCCI প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় । কিছুক্ষণের জন্য ব্ল্যাকআউটও হয়ে যান । পরে কিছুটা সামলে উঠে নিজেই ফোন করেছেন ফ্যামিলি ডক্টর কে। তিনি সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিলে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করানো হয় সৌরভকে । পরে ইসিজি র মাধ্যমে জানতে পারা যায় মৃদু কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন মহারাজ।

হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে সৌরভ গাঙ্গুলির ট্রপোনিন-টি টেস্ট করা হবে আজ । এই টেস্টের মাধ্যমেই জানতে পারা যাবে প্রকৃত সমস্যার বিষয় । বর্তমানে ডাক্তার সরোজ মন্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। এসএসকেএমের কার্ডিয়াক ডিপার্টমেন্টের হেড এবং তাঁর টিম দায়িত্ব নিয়েছেন মহারাজের । বর্তমানে বেশ কিছুটা সুস্থ হয়েছেন তিনি এমনকি নিজেই কথা বলছেন ডাক্তারদের সঙ্গে । পরিবার সূত্রে জানা গেছে, পূর্বেই তাঁর হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা ছিল। তবে ডাক্তারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক পেসমেকার বসানো হতে পারে তাঁর শরীরে।

বর্তমানে তিনি উডল্যান্ডের ইমারজেন্সি ওয়ার্ডে ভর্তি আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । তাঁর এইরূপ অসুস্থতার খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী এবং তার আরোগ্য কামনা করে টুইটও করেছেন তিনি।