0
0
Read Time:1 Minute, 0 Second
কয়কদিন ধরে নিরাপত্তি ছাড়াই চলছেন শুভেন্দু অধিকারী । সেই নিয়ে আশংকাও প্রকাশ করেন প্রাক্তন এক তৃণমূল নেতা । এমনকি প্ণরানাশের আশংকার ভয়ও প্রকাশ পায় । জানানো হয় রাজ্যপালের দ্বারস্থ হওয়ার কথা । এসবের মধ্যেই কেন্দ্রের তরফে বিশেষ নিরাপত্তা দেওয়া হল শুভেন্দুকে । শুভেন্দু অধিকারীর জন্য বরাদ্দ করা হল বুলেটপ্রুফ গাড়ি-সহ কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা । এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছুই জানানো হয়নি । সূত্রের খবর, সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও পর্যন্ত কবে থেকে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বরাদ্দ করা হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।