Read Time:1 Minute, 14 Second
উৎসবের মরশুমে সুখবর। ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ৩৯২টি স্পেশাল ট্রেন চালাবে ভারতীয় রেল। এরমধ্যে বাংলা ভাগ্যে 66টি ট্রেন। উৎসবের সময়ে বিশেষ ট্রেনগুলি কলকাতা, পটনা, বারাণসী, লখনউয়ের মতো নির্দিষ্ট কয়েকটি গন্তব্যে চলাচল করবে। এরাজ্যের
হাওড়া, শিয়ালদহ, কলকাতা, সাঁতরাগাছি, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, উৎসব স্পেশাল ট্রেনগুলি ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে চলবে। বিশেষ ট্রেনের যেমন ভাড়া হয় সেটাই প্রযোজ্য হবে। ইতিমধ্যেই কোন কোন রুটে এই বিশেষ ট্রেনগুলি চলবে তার তালিকা প্রকাশ করা হলেও সময়সারণি এখনও প্রকাশ করা হয়নি। করোনা আবহে দীর্ঘদিন নিয়মিত ট্রেন চলাচল বন্ধ। এই পরিস্থিতিতে উৎসবের মরশুমে স্পেশাল ট্রেন অনেকটাই স্বস্তি দেবে সাধারণ মানুষকে।
