রোশন সিং আর শ্রাবন্তীর বৈবাহিক সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। এসবকে ডোন্ট কেয়ার করে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন টলিউড অভিনেত্রী। রবিবার থেকে জিমের মালকিন হতে চলেছেন তিনি। শ্রাবন্তীর জিমের গ্র্যান্ড ওপেনিং রয়েছে রবিবার। নায়িকা জিমের নাম রেখেছেন নাম ‘দ্য ফিটনেস এম্পাওয়ার’।
শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনও একটি জিমের অংশীদার। নায়িকার নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন বন্ধু নুসরত জাহান।
মধ্যমগ্রামের এক শপিং মলে এই ফিটনেস হাব খুলছেন শ্রাবন্তী। শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় এই নতুন জিমের প্রমোশন করতে দেখা গিয়েছিল রোশনকেও। তবে দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া থেকে কার্যত গায়েব শ্রাবন্তীর তৃতীয় স্বামী। এই প্রোজেক্ট থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। তবে নিজের ব্যক্তিগত ফেসবুকের দেওয়ালে এই ছবি পোস্ট করে শ্রাবন্তী লিখেছেন- ‘ইমোশন… দ্য ফিটনেস এম্পাওয়ার।বাড়ন্ত বাচ্চা’। অর্থাৎ দাম্পত্য সম্পর্কে চিড় ধরার গুঞ্জনের মাঝেও নতুন করে পথচলা শুরু করছেন নায়িকা।