মিললো না জামিন। ফের পুলিশী হেফাজতেই থাকতে হবে শাহরুখ পুত্র আরিয়ানকে। যদিও এদিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র আইনজীবীর দাবি মতো আরিয়ান-সহ বাকি ধৃতদের তাদের হেফাজতে রাখার আর্জি খারিজ করে দেয় আদালত। বিচারপতি জানান, এনসিবি-র তদন্তকারীরা তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য এতদিন যথেষ্ট সময় পেয়েছেন। এর পরেই আরিয়ানদের ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।এরপরেই আরিয়ানদের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী সতীশ মানশিন্ডে। এই অন্তর্বর্তী জামিনের শুনানি হবে শুক্রবার সকাল ১১টায়।

এদিন আদালতে এনসিবি-র তরফ থেকে যুক্তি দেওয়া হয় যে তদন্তের আরও গভীরে যাওয়ার জন্য আরিয়ান এবং তার সঙ্গীদের হেফাজতের রাখা প্রয়োজনীয়। সম্প্রতি কর্ডেলিয়া মাদকতরীর পার্টিতে উপস্থিত অচিত কুমারকে আটক করেছে এনসিবি। তদন্তের স্বার্থে ৯ অক্টোবর পর্যন্ত তাদের হেফাজতেই থাকবেন অচিত। শাহরুখ তনয়ের আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, আরবাজ এবং অচিতের দুজনের কাছ থেকে খুব অল্প পরিমান মাদক উদ্ধার হয়েছে। মানশিন্ডে জানিয়েছেন, তাঁদের সঙ্গে আরিয়ানের পরিচয় রয়েছে, কিন্তু সেই পার্টিতে আরিয়ান কারও থেকে মাদক সংগ্রহ করেননি। শাহরুখ-পুত্রের আইনজীবীর দাবি, চার দিন আরিয়ানকে হেফাজতে রাখার পরেও এখনও পর্যন্ত আসল অপরাধীকে খুঁজে বার করতে পারেনি এনসিবি। আরিয়ান নাকি পার্টির জাঁকজমক আরও বাড়িয়ে দিতেই সেখানে গিয়েছিলেন।