আইনি জট কাটিয়ে দ্রুত রাজ্যে এসএসসিতে (SSC) শিক্ষক নিয়োগের জন্য ব্যবস্থা নেবে রাজ্য সরকার এবং আগামী ২ মাসের মধ্যেই অন্তত ১৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর এই ঘোষণায় ফের আশায় বুক বাঁধতে শুরু করেছেন এসএসসি পরীক্ষার মেধাতালিকায় থাকা চাকরিপ্রার্থীরা। অতি দ্রুত নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষাI রয়েছেন আপার প্রাইমারিতে সুযোগ পাওয়া চাকরিপ্রার্থীরা।
কলকাতা হাই কোর্টের নির্দেশ দেয়, ২০১৯ সালের ১ অক্টোবরের মধ্যে SSC চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তা করে উঠতে পারেনি কমিশন। এর পর চলতি বছরের ২১ জুন তালিকা প্রকাশ হলেও ফের কয়েকজন পরীক্ষার্থী অস্বচ্ছতার অভিযোগ তুলে মামলা দায়ের করেন। এই আইনি জটের জেরে কার্যত নাজেহাল এসএসসি চাকুরিজীবিরা। কিন্তু সেসব আইনি জটিলতা দ্রুত কাটিয়ে নতুন করে শিক্ষক নিয়োগে অতীব তৎপর রাজ্য সরকার। আগামী দু’মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করাই এখন লক্ষ্য শাসক দলের। উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ যেসব স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণি রয়েছে, সেখানেই মূলত শিক্ষকদের নিয়োগ করা হবে, মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করেছেন ব্রাত্য বসু।