‘চন্দ্রযানে’র রোভার ‘প্রজ্ঞান’ নিজমনে বিচরণ করে বেড়াচ্ছে চাঁদের মাটিতে, ঠায় দাঁড়িয়ে তাঁকে সঙ্গ দিচ্ছে বড় দাদা ‘বিক্রম’ ল্যান্ডার। আর এরই মাঝে প্রকাশ্যে এল ‘চন্দ্রযান-৩’ মিশনের ‘ইমেজ অফ দা মিশন’। সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান পাঠিয়েছে ‘ইসরো’ যা বিশ্বে এই প্রথম। ‘চন্দ্রযান’এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের মাটিতে পা রাখার পর অনেক ছবিই পাঠিয়েছে ‘ইসরো’কে তবে এবার রোভার ‘প্রজ্ঞান’ নিজেই ‘বিক্রম’ ল্যান্ডারের ছবি তুলল। সেই ছবিই প্রকাশ্যে আনল ‘ইসরো’।

নিজের সঙ্গে থাকা নেভিগেশন ক্যামেরার সাহায্যেই এই ছবিটি তুলেছে ‘প্রজ্ঞান’। আর মাত্র ১৪ দিন অনুসন্ধান চালাতে পারবে ‘প্রজ্ঞান’। তারপরেই হারাবে তার কর্মক্ষমতা। তাই এই সময়ের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় তথ্য পাওয়ার চেষ্টা করছে ইসরো। ইতিমধ্যেই অ্যালুমিনিয়াম, ক্যালশিয়াম, লৌহ, ক্রোমিয়াম, সিলিকন, অক্সিজেন, ম্যাঙ্গানিজ এবং টাইটানিয়ামের সন্ধান পেয়েছে রোভার। খোঁজ চলছে হাইড্রোজেনেরও। ছোট্ট ‘প্রজ্ঞানে’র উপর নজর রাখছেন বিজ্ঞানীরা। এরপর কোন চমকের খোঁজ দেয় এই রোভার সেটাই এখন দেখার অপেক্ষা।