সম্প্রতি ভারত সরকারের তরফে নিষিদ্ধ করা হলো ‘স্টারলিংক’-এর পরিষেবা। স্টারলিংক হল আমেরিকান ব্যবসায়ী ইলন মাস্কের ইন্টারনেট কোম্পানি। এটি মূলত ‘স্পেস এক্স’-এর একটি ইউনিট, যেটি ‘লো আর্থ অরবিট’ স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা প্রদান করে।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার শুক্রবার সন্ধ্যায় একটি বিবৃতি জারি করে বলেছে যে, ‘স্টারলিংক’ কোম্পানির ওপর “অবিলম্বে ভারতে ইন্টারনেট পরিষেবা বুকিং এবং পরিষেবা প্রদান করা থেকে” নিষিদ্ধ করা হয়েছে।
জানা গিয়েছে যে, কিছুদিন আগে, ভারতের স্টারলিঙ্ক কোম্পানির ডিরেক্টর সঞ্জয় ভার্গব সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন যে, দেশের যে সকল জনগন এই পরিষেবাটি ব্যবহার করতে চান তারা অগ্রিম বুকিং করে রাখবেন। আর তারপরেই এমন পাঁচ হাজারেরও বেশি লোক অগ্রিম বুকিং করেছেন। তার মতে, তার কোম্পানি ভারতের গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড পরিষেবা দেওয়ার জন্য কাজ করতে চায়।
প্রসঙ্গত উল্লেখ্য,স্টারলিঙ্কের লক্ষ্য ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে ভারতে ২ লক্ষ ডিশ টার্মিনালের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা। স্পেসএক্স এখন পর্যন্ত সারা বিশ্বে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদানের জন্য মহাকাশে ১৭০০টি স্যাটেলাইট স্থাপন করেছে। তবে মহাকাশে এরকম লক্ষাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা তার।