ফের গত বছরের মতো এ বছরও দুর্গাপুজোর কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। করোনা আবহে যাতে সংক্রমন ফের বৃদ্ধি না পায় সে জন্যই কার্নিভাল বাতিল করা হচ্ছে বলে নির্দেশিকাই জানাল নবান্ন। কার্নিভাল ছাড়াও স্বাস্থ্যবিধি মানার জন্য এক গুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। প্রতি বছর পুজো অন্তে কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা দেখার জন্য বেশ ভিড়ও হয়। কিন্তু করোনা অতিমারির কারণে গত বছর ওই অনুষ্ঠান বাতিল করে দেয় রাজ্য সরকার। এ বছরও ফের সেই বর্নাঢ্য কার্নিভাল মহামারীর কারণে বাতিল করা হল। রাজ্য সরকার জানিয়েছে, এখনও অবধি করোনা সংক্রমণ পুরোপুরি দূর হয়নি। পাশাপাশি, কলকাতা হাই কোর্ট থেকেও নির্দেশ দেওয়া হয়েছে অতিমারি পরিস্থিতিতে কোনরকম ভিড় যাতে না হয় তা রাজ্যকে নিশ্চিত করতে হবে। তাই সমস্ত দিক বিবেচনা করেই কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে।

শুধু কার্নিভাল বাতিলই নয়, মঙ্গলবার পুজো নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জারি হওয়া নির্দেশিকায় আরও ১১টি বিষয় উল্লেখ করেছেন। পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে – মণ্ডপ সম্পূর্ন খোলামেলা রাখতে হবে। প্রবেশ এবং বেরোনোর ভিন্ন পথ থাকবে। মণ্ডপে আগত দর্শনার্থীদের অবশ্যই মাস্ক পরতে হবে। পুজো কমিটিগুলিকেও মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। মণ্ডপে ঠিক মতো সামাজিক দূরত্ব ও করোনা বিধি মানা হচ্ছে কি না তা নজর রাখতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করতে হবে পুজো কমিটিকেই। এ ছাড়া বলা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোর উদ্বোধন এবং বিসর্জনে জাঁকজমকপূর্ন অনুষ্ঠান করা যাবে না।