কার্যত মিলে গেল দিলিপ ঘোষের কথা । দিলিপবাবু বলেছিলেন এবারের বঙ্গ ভোটে রাজ্য পুলিশকে বুথের ধারে কাছে দেখা যাবেনা । সেই কথা একেবারে মিলে গেল । নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সবকটি ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার জায়গা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখবে যেখানে রাজ্য পুলিশ ঢুকতে পারবেনা । যে বুথকেন্দ্রগুলি সংবেদনশীল সেই সমস্ত জায়গায় এই নিয়ম বহাল থাকবে আর যে কেন্দ্রগুলি সংবেদনশীল নয় সেই কেন্দ্রতে ১০০ মিটারের ভেতরেও ঢুকতে পারবে রাজ্য পুলিশ । আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচনে আঁচ আসার আশংকায় এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । কমিশন ঠিক করেছে প্রতিটি বুথকে ১০০ মিটার বৃত্তাকারে ঘিরে রাখবে কেন্দ্রীয় সেনা বাহিনী। এর পরের ১০০ মিটার থাকবে রাজ্য পুলিশের দখলে। অৰ্থাৎ বুথের ১০০ মিটার বৃত্তাকার জায়গার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না রাজ্য পুলিশকে। এছাড়াও করোনা সংক্রমন এড়াতে লাইন সঠিকভাবে পরিচালনা করার কথাও বলা হয়ছে, রাজনৈতিক দলের বুথ ২০০ মিটারের বাইরে রাখার কথা বলা হয়েছে । প্রথম দফার সবকটি বুথে মোট ৬৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। প্রতিটি কোম্পানিতে ৮৬টি জন করে সেনা জওয়ান থাকছেন। অতএব আসন্ন নির্বাচনী প্রক্রিয়া শক্ত হাতেই পরিচালনা করতে চাইছে কমিশন ।
