বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল আনার প্রস্তাবে এবার গ্রিন সিগন্যাল দিল রাজ্য- মন্ত্রিসভা। জানা যাচ্ছে, আগামী ৩ সেপ্টেম্বরই বিধানসভায় এই নয়া বিল পেশ হতে পারে। ইতিমধ্যেই আইনের খসড়া তৈরির নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। ২ তারিখ থেকে রয়েছে বিধানসভার বিশেষ অধিবেশন। ৩ তারিখ অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনে পেশ হবে বিল।
আরজিকর মামলায় এর আগেও অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। গতকাল ‘তৃণমূল ছাত্র সংগঠনে’র প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও ফের সেই কথাই শোনা গেল তাঁর মুখে। তখনই বলেছিলেন বিধানসভায় বিল আনার কথা। এদিকে এদিনই আবার ছিল ক্যাবিনেট বৈঠক। সেই বৈঠকেই এই বিল আনার বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হয় বলে খবর। তারপরই ঠিক হয়ে যায় দিনক্ষণ।
এদিকে এদিন মমতা বলেছিলেন, ‘আমি পরের সপ্তাহে অধ্যক্ষকে বলে অধিবেশনের ডাক দেব। আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার পক্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে ‘ধর্ষকের ফাঁসির’ পক্ষে এই বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠাব।’ তবে এরপরই সুর চড়াতে দেখা গিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। খোঁচা দিয়ে বলেন, ‘আমি জানি রাজার পাঠ। রাজাবাবু কিছু করবে না। না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘণ্টার পর ঘণ্টা। এই বিল সই করতে হবে। আর রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না।’ তাঁর এ মন্তব্য নিয়ে যখন জোরদার চাপানউতোর চলছে রাজনীতির পাড়ায় তখনই জানা গেল ক্যাবিনেট বৈঠকের নতুন সিদ্ধান্তের কথা।