হাসপাতলে ভর্তি মুকুল রায়ের স্ত্রী তথা শুভ্রাংশু রায়ের মা কৃষ্ণা রায়। বর্তমানে একমো সাপোর্টে রয়েছেন তিনি। সূত্রের খবর অনুসারে জানতে পারা গেছে বর্তমানে ইএম বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে বিরোধী দলের সদস্য হলেও দীর্ঘদিন একসাথে পথ চলেছেন উভয়ই। আর আজ সেই মুকুল রায়ের ছেলে, শুভ্রাংশু রায়ের বিপদের দিনে মুখ ফিরিয়ে থাকতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে চলছে ইয়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন কর্মসূচি । আজ সারা দিন দুই ২৪ পরগনায় ছুটোছুটি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সারাদিন বিপর্যস্ত মানুষের পাশে থেকেও এবং তাঁদের জন্য কাজ করেও শরীরে বিন্দুমাত্র ক্লান্তি নেই । কলকাতা ফিরেই ছুটে গেছেন ইএম বাইপাসের ধারে সেই হাসপাতালে, যেখানে ভর্তি রয়েছেন শুভ্রাংশু রায়ের মা কৃষ্ণা রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যখন হাসপাতালে গিয়ে পৌঁছেছিলেন সেই সময় হাসপাতাল উপস্থিত ছিলেন না মুকুল রায়। তবে দেখা হয় শুভ্রাংশু সঙ্গে এবং তাঁর কাছেই তাঁর মায়ের সম্পর্কে যাবতীয় শারীরিক অবস্থার কথা জেনে নেন তিনি। পাশাপাশি মুকুল পুত্র তথা বিজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশুর উদ্দেশ্যে বলেন, “শক্ত থাকো পাশে আছি”।
শক্ত থাকো পাশে আছি, শুভ্রাংশুকে অভিষেক । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 5 Second