প্রয়াত ভারতের ‘স্টিল ম্যান’ জামশেদ ইরানি । এম ভারত নিউজ

Mbharatuser

সোমবার রাত ১০টা নাগাদ জামসেদপুরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

0 0
Read Time:1 Minute, 55 Second

প্রয়াত হলেন ভারতের ইস্পাত শিল্পের অন্যতম ব্যক্তি তথা শিল্পপতি জামশেদ জিজি ইরানি। তিনি ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’ নামেই বেশি পরিচিত ছিলেন মানুষের কাছে। ৮৬ বছর বয়সে সোমবার রাত ১০টা নাগাদ জামসেদপুরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুই দশক আগে তিনি তাঁর নিজের কর্মজীবন থেকে সরে এলেও তাঁকে ভুলতে পারেনি সারাদেশ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সারা শিল্প মহল থেকে টাটা স্টিলের সবাই।

টাটা স্টিল টুইট করে জানিয়েছে “জামশেদ জি ইরানির প্রয়ানে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে টাটা স্টিল”। ১৯৬০ সালে ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে ধাতুবিদ্যায় স্নাতকোত্তর করে ১৯৬৩ সালে বিদেশে কর্মজীবন শুরু করেন তিনি। অবশ্য ৫ বছরের মাথায় ১৯৬৮ সালে ভারতে ফিরে এসে বর্তমান টাটা স্টিলে যোগদান করেন। ১৯৬৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টাটা স্টিলের বিভিন্ন পদের দায়িত্ব সামলেছেন তিনি। ২০০১ সালে টাটা স্টিলের ডিরেক্টর পদ ছাড়ার পর তিনি অবসর নেন। ১৯৯৭ সালে নাইটহুড সম্মান পান জামশেদ ইরানি। ২০০৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুজরাটে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা । এম ভারত নিউজ

১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের মাধ্যমে এই নাগরিকত্ব প্রদান করা হচ্ছে বলে জানা গিয়েছে।

Subscribe US Now

error: Content Protected