চিন্তার অবসান! শেষ পর্যন্ত বাস্তবায়ন ঘটল পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্প “আপনার পাড়ায় আপনার থানা”-এর। ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের নতুন এই প্রকল্প বীরভূমের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় চালু হয়েছে। আর সেই প্রকল্প এবার চালু হল বীরভূমের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে। মূলত ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত। আর সেই সময় সাধারণ মানুষের সমস্যার জন্য বারংবার থানায় না গিয়ে, নিজেদের এলাকাতেই অভাব অভিযোগ জানানোর সুযোগ করে দিতে এই প্রকল্পের শুভ সূচনা করল বীরভূম পুলিশ। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পুলিশ আধিকারিকরা এবং সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক সভাপতি নূরুল ইসলাম সহ অন্যান্যরা।
আজকের এই অনুষ্ঠানে ,সর্বপ্রথম একটি সুসজ্জিত ট্যাবলো চালিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়। পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্রকল্পের প্রকৃত বাস্তবায়নের কামনা করা হয়। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল সাধারণ মানুষকে জানিয়ে দেওয়া হয় ,এই প্রকল্পের মাধ্যমে ঠিক কী কী ধরনের সুবিধা পেতে চলেছেন তাঁরা। তাছাড়াও আগামী দিনে এই প্রকল্পকে সর্বতোভাবে পরিচালনা করতে যেন প্রত্যেকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন সে বিষয়েও সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে।