আজ বাংলাদেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানালেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সে দেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও। বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের কাছে আজকের দিনের গুরুত্ব একেবারেই আলাদা। যদিও বিশ্বব্যাপী একই দিনে অনুষ্ঠিত হয় না এই ঈদ। এক্ষেত্রে আজ বাংলাদেশের ঈদের অনুষ্ঠানে মেতে উঠেছেন ওপার বাংলার মুসলিম সম্প্রদায়। পাশাপাশি মিলটা চলছে টানা ১৯ দিনের এক লম্বা ভ্যাকেশন।

জানা যাচ্ছে বাংলাদেশের সরকারের তরফ থেকে ঈদের জন্য তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এই ছুটি শেষ হলেই আগামী শনি এবং রবিবার মিলতে চলেছে সাপ্তাহিক ছুটি । অর্থাৎ ঈদের কারণে ৫ দিনের টানা ছুটি পাচ্ছেন বাংলাদেশবাসী। তবে করোনা পরিস্থিতি এখনও পর্যন্ত সম্পূর্ণ রেহাই দেয়নি সে দেশের মানুষকে । তাই একটি কঠোর লকডাউনের পথে হাঁটতে হচ্ছে বাংলাদেশ। জানা যাচ্ছে ঈদের ছুটি শেষ হলেই। দীর্ঘ ১৪ দিনের একটি কঠোর লকডাউন ঘোষণা করা হবে বাংলাদেশ।

প্রসঙ্গত উল্লেখ্য আগামী ২৩ জুলাই সকাল ৬টা থেকেই শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত। যদিও সেক্ষেত্রে বন্ধ থাকছে সমস্ত সরকারি-বেসরকারি এবং অন্যান্য কর্মক্ষেত্র গুলিও। তবে লকডাউনের এই বিধিনিষেধের থেকে বাইরে থাকছে খাদ্য এবং অন্যান্য জরুরী পরিষেবাগুলি।