Read Time:1 Minute, 11 Second
নিজস্ব সংবাদদাতা,হাওড়াঃ
নতুন টেন্ডার বাতিল করে পরিবহনের মাসুল বৃদ্ধি,৬০টি বাতিল ট্যাঙ্কারকে পূনরায় কাজে বহাল করা সহ কয়েকদফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনিদিষ্টকালীন ধর্মঘটের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার মালিক সংগঠনের আন্দুল ইন্ডিয়ান অয়েল শাখার সদস্যরা। অবশেষে আজ তিনদিন পর অনিদিষ্টকালীন ধর্মঘট প্রত্যাহার করল তেল ট্যাঙ্কার মালিকপক্ষ।

এদিন মালিক কর্তৃপক্ষের সঙ্গে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বৈঠকে পুরানো টেন্ডার ও বাতিল ট্যাঙ্কার গুলিকে কাজে নেওয়ার আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করে মালিক পক্ষ। নতুন টেন্ডার বাতিলের আশ্বাস দেওয়া হয়। অবশেষে ৬ জেলার জ্বালানি সংকট মিটতে চলেছে।