Read Time:44 Second
রাজশ্রীর ঘরে এল নতুন অতিথি। মা হলেন রাজ ঘরনী। শনিবার দুপুরে এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। দিন কয়েক আগে মারা যান রাজের বাবা। থমথমে পরিবারে অবশেষে খুশির মেজাজ এনে দিল নবজাতক। মাস খানেক আগেই মা হচ্ছেন বলে সুখবর জানান অভিনেত্রী। তারপর থেকেই শুরু হয় কাউন্টডান্টন। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। নতুন অতিথির আগমনে এখন খুশির হাওয়া চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারে।
