0
0
Read Time:1 Minute, 24 Second
আরজি কর কাণ্ড নিয়ে মঙ্গলবার বিল পেশের পর বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা পরিষ্কার জানিয়ে দেন, ‘বিলকে পূর্ণ সমর্থন করছি। কোনও ভোটাভুটি চাই না। আমরা চাই এই বিল দ্রুত আইনে পরিণত হোক। বিপুল জনরোষ থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে সরকার।’ এদিন শুভেন্দু বলেন, ‘মুখ্যমন্ত্রী বিধানসভায় যা বলবেন বিনা প্রতিবাদে শুনব।’
রাজ্যের বিরোধো দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে ঘটে যাওয়া একের পর ধর্ষণের ঘটনার উল্লেখ করেন। সেই সঙ্গে প্রামাণ্য হিসেবে সামনে রাখেন বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টের প্রিন্ট আউট। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ওই তথ্যগুলির সত্যতা যাচাই না করে গ্রহণ করা যাবে না। শুভেন্দু পাল্টা যাচাই করার কথা বলেন।