
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: জলযন্ত্রণায় নাজেহাল হচ্ছেন কোলাঘাটের মৃৎশিল্পীরা। গত দুদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। যার ফলে স্বভাবতই দিশেহারা হয়েছেন সেই এলাকার মৃৎশিল্পীরা। আজ রাত পোহালেই শিল্প দেবতা বিশ্বকর্মা দেবের পুজো। ইতি মধ্যেই প্রতিমার কাজ প্রায় শেষের মুখে। শুধু তার পাশাপাশি আরও কিছুদিন বাদেই বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে বাংলার বিভিন্ন প্রান্তে। যা নিয়ে রীতি মত তৎপর এলাকার মৃৎশিল্পীরা। কিন্তু এই ঘন বর্ষণের কারণে ঠিক মত কাজ করতে পারছেন না এলাকার মৃৎশিল্পীরা। ফলে কার্যত চিন্তায় দিশেহারা মৃৎশিল্পীরা।
আজ এমনই এক ছবি ধরা পরল কোলাঘাট ব্লকের বরিশাল গ্রামে। মৃৎশিল্পী সমর কাপড়ী বলেন, ঘন ‘বৃষ্টির কারণে মাটির প্রতিমা ঠিক মত শুকোচ্ছে না, ফলে সমস্যায় পড়েছি আমরা। তারই মাঝে বাড়িতে জল ঢুকে গেছে ঘন বর্ষার কারণে। বাড়ির ভিতরে কোন রকম ভাবে মাটির প্রতিমা ঢুকিয়ে রং দেওয়ার কাজ চলছে। ‘ সব মিলিয়ে এক দিকে যেমন জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ, অপরদিকে সমস্যায় পড়েছেন এলাকার মৃৎশিল্পীরা।