মরণব্যাধির সঙ্গে দীর্ঘদিন লড়াই করতে করতে, অবশেষে ক্লান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সুডোকুর জনক মাকি কাজী। জাপানসহ বিশ্বব্যাপী বিভিন্ন দেশের নাগরিকদের সংখ্যাসূচক মস্তিষ্কপ্রসূত ক্রীড়া সুডোকুর জনক হিসেবে পরিচিত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। সূত্রের খবর অনুসারে জানতে পারা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল নিকোলী তাঁর সোশ্যাল মিডিয়াতে জানান , মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করেছিলেন সুডোকুর জনক।

জানা যাচ্ছে, গত ১০ ই আগস্ট নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর আত্মার শান্তি কামনায় আগামী দিনে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করা হবে।জাপানের এই বিখ্যাত সুডোকু বিশ্বব্যাপী সকলের পছন্দের একটি ক্রীড়া। এই সুডোকু হল এক প্রকারের সংখ্যাসূচক ক্রসওয়ার্ড ক্রীড়া, যা ১৮ শতকে সুইস গণিতবিদ লিওনহার্ড ইউলার আবিষ্কার করেছিলেন। তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন ,একটি নতুন সুডোকুর আবিষ্কার করা জীবনে এক উল্লাসের বিষয়।