গোটা বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপের জ্বরে আক্রান্ত। মেসি বনাম এমবাপের লড়াই নজর কেড়েছে সবার। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর বিশ্বকাপে জয় পেল আর্জেন্টিনা। এই নিয়ে তিনবার বিশ্বকাপ জয় করল নীল-সাদা বাহিনী। অন্যদিকে ফ্রান্সের এমবাপের খেলাও নজর কাড়ে। হাফ টাইমের পরও ফ্রান্স পিছিয়ে ছিল কিন্তু আচমকাই এমবাপের দুর্ধর্ষ পর-পর দু’টি গোলে সমান স্থানে চলে আসে তারা। বার বার এগিয়ে গেলেও ফ্রান্সের টক্কর যথেষ্ট জোরদার ছিল। অতএব আবার সমান জায়গায় ফেরে দুই দল। এরকমভাবেই দুই দলের জোরদার টক্কর শেষে পেনাল্টিতে ৪-১ গোলে জিতে যায় আর্জেন্টিনা। আজকের এই ম্যাচ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সেমি ফাইনালে নিল-সাদা আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারায়। অন্যদিকে ফুটবলের অন্যতম সেরা দেশ ফ্রান্স মরক্কোকে হারায় ২-০ গোলে। গতকালই তৃতীয় স্থানের লড়াই শেষ হয়েছে। হাড্ডাহাড্ডি খেলায় মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন