ক্যান্সার ইনস্টিটিউটের হস্টেলে আত্মঘাতী নার্স । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

নিউটাউন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হস্টেলের রুম থেকে উদ্ধার হল এক কর্মরতা নার্সের ঝুলন্ত দেহ। হস্টেলের ঘরে মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সুইসাইড নোটে লেখা,’বাবা-মা আমাকে ক্ষমা করো।’ কি কারণে ক্ষমা চেয়েছেন নার্স, তা নিয়ে বাড়ছে জল্পনা। তদন্তে শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, মৃতা নার্সের নাম নিতু সিং গিল। দিল্লির বাসিন্দা বছর আঠাশের ওই তরুণী কয়েক দিন আগেই কাজে যোগ দিয়েছিলেন নিউটাউন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে। তিনি ক্যানসার ইউনিটেই কর্মরতা ছিলেন বলে জানা গেছে। হাসপাতাল লাগোয়া হস্টেলেরই আবাসিক ছিলেন। এদিন সকাল থেকেই নিরুদ্দেশ ছিলেন নিতুর। শেষপর্যন্ত তার রুমে গিয়ে দেখা যায় দরজা ভেজানো এবং দরজা খুলতেই ওই নার্সের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান হস্টেলেরই অপর এক আবাসিক। এরপরেই সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

নীতুর সহকর্মীদের দাবি, ক্যান্সার ইনস্টিটিউটে কাজে যোগ দেওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন নিতু। ইদানিং হাসপাতালেও কারও সঙ্গে বিশেষ কথাবার্তাও বলছিলেন না তিনি। দিল্লিতে নীতুর পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফ থেকে। নীতুর সুইসাইড নোট নিয়ে ধন্দে পুলিশ। সুইসাইডের জন্যই কি মা বাবার কাছে ক্ষমাপ্রার্থনা করেছে নীতু? এ ব্যাপারে আপাতত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পুজোতে নতুন চমক দেবের 'গোলন্দাজ' । এম ভারত নিউজ

‘সবখেলার প্রিয় বাঙালির তুমি ফুটবল!’ সেই কোন যুগ থেকে এই লাইনে মজে আছে হার্ডকোর ফুটবলপ্রেমী বাঙালি। মোহনবাগান-ইস্টবেঙ্গল হোক কিংবা ব্রাজিল-আর্জেন্টিনার খেলা থাকলেই বাংলা যেন দু’ভাগে বিভক্ত হয়ে যায়। কিন্তু বাঙালির এই ফুটবল প্রীতির জনক কে? এবার সেই বিস্মৃত নায়ককেই ইতিহাসের পাতা থেকে তুলে আনার কাজটা করে ফেললেন অভিনেতা দেব। বাংলার […]

Subscribe US Now

error: Content Protected